উ. কোরিয়ায় ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা স্থাপনার কাছে প্রাকৃতিক ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি বলছে, শনিবার পিয়ংইয়ংয়ের পারমাণবিক পরীক্ষা স্থাপনার আশপাশের এলাকায় রিখটার স্কেলে ২ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প শনাক্ত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষার পর এ নিয়ে চতুর্থবারের মতো দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে।

কোরীয় আবহাওয়া প্রশাসন বলছে, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ নর্থ হ্যামইয়ংয়ে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পাঙ্গি-রি’র ২ দশমিক ৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

‘এটি প্রাকৃতিক ভূমিকম্প এবং ধারণা করা হচ্ছে ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালানোর কারণেই এইড ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।’

আবহাওয়া প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, সম্প্রতি উত্তর কোরিয়া সবচেয়ে শক্তিশালী এবং ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এর জেরে গত সেপ্টেম্বরেও বেশ কয়েকবার ছোট মাত্রার কম্পন অনুভূত হয়েছে দেশটিতে। এতে কম্পন এলাকার ভূ-তাত্ত্বিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।