এমন দ্বীপ আগে দেখেছেন?
আয়তনে একটা ফুটবল মাঠের চেয়েও ছোট। অথচ এখানেই বসবাস করেন হাজার খানেক মৎস্যজীবী। বিশ্বের সবচেয়ে জনবহুল কিন্তু সবচেয়ে ক্ষুদ্র দ্বীপ হচ্ছে মিগিঙ্গো দ্বীপ।
কেনিয়া এবং উগান্ডার মাঝামাঝি অবস্থিত এ দ্বীপটি। প্রায় দু’দশক আগে মিগিঙ্গো দ্বীপে বসবাস শুরু করেন একদল মৎস্যজীবী।
আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মাঝখানে ভাসমান এ কেনীয় দ্বীপের মোট আয়তন ২ হাজার বর্গমিটার। এ দ্বীপের বাসিন্দারা মূলত মৎস্যজীবী। মিগিঙ্গোয় বসবাস করেন হাজার খানেক মৎস্যজীবী।
ছোট্ট এ দ্বীপে কী নেই! দুটি থানা, একটি গির্জা, একটি মসজিদ, একটি ক্যাসিনো, একটি হোটেল, ডজন খানেক রেস্তোরাঁও আছে সেখানে। বাসিন্দারা সবাই মিলে মিশে বেশ আনন্দেই সেখানে বসবাস করছেন।
টিটিএন/এমএস