বানররা তার রোজকার খেলার সঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ এএম, ০২ ডিসেম্বর ২০১৭

দেড় বছরের এক ক্ষুদের সঙ্গে বানরদের বন্ধুত্ব চোখে না দেখলে খটকা লাগতেই পারে। বানরগুলোর সঙ্গে নিয়মিত খেলা করে এবং খাবার ভাগাভাগি করে খায় ভারতের কর্ণাটকের হুবলির অাল্লাপুর গ্রামের এক শিশু।

বানরের সঙ্গে শিশুটির সখ্যতার একটি ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি বানরের কাছে হাতে এক টুকরো রুটি নিয়ে যাচ্ছে শিশুটি।

রুটি ছিঁড়ে ছিঁড়ে একেকটি বানরকে দিচ্ছে সে। বানররা যাতে দুষ্টুমি করতে না পারে সেজন্য ছোট একটি মরা গাছ দিয়ে তাদের ধীরে ধীরে মারছে সে। কিন্তু শিশুর হাতে মার খেতেও যেন বানরদের মিষ্টি লাগছে।

শিশুর পরিবারের লোকজন জানিয়েছে, বানররা কখনোই ওই শিশুকে আঘাত করেনি। শিশুটিও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বানরদের খাওয়াতে যায়। তারপর একসঙ্গে বসে খেলাধুলা করে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেছেন, একেই বলে মানবতা। কেউ বলছেন, এভাবেই প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠা দরকার।

আবার অনেকেই শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শিশুর নিরাপত্তার কথা বাবা-মায়ের চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেছেন তারা।

সূত্র : এনডিটিভি

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।