রোহিঙ্গা ফেরাতে বিশ্বকে পাশে চায় মানবাধিকারকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ এএম, ০২ ডিসেম্বর ২০১৭

জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত সম্মেলনে বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। গত বৃহস্পতিবার ও শুক্রবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের চেয়ারপারসন সুদানের তারিক কুর্দির সভাপতিত্বে উদ্বোধনী দিনে সুইজারল্যান্ডের ভেযেনতেন উইলগের, কানাডার ড. ফার্নান্দ ভার্নেস, ইতালির ল্যাম্বার্ট জেনিফার বক্তব্য রাখেন।

পরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা পর্যায়ক্রমে দু’দিন ধরে বিভিন্ন দেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। নিজ নিজ সমাজ ব্যবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, শিক্ষা ব্যবস্থা ও সুশীল সমাজের করণীয় কী হবে তা নিয়ে বিস্তর আলোচনা করেন।

সেই আলোচনায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর বিভিন্ন ধরনের অত্যাচারের বিষয়ও উঠে আসে। বাংলাদেশের পক্ষে সম্মেলনে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বড়ুয়া তার বক্তব্যে রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের অত্যাচারের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে নারী পুরুষ শিশুদের অমানবিক জীবনের কথা তুলে ধরেন।

মানবিকতার খাতিরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া হলেও তাদের নিজ দেশে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে মিয়ানমারকে বাধ্য করতে হবে। আন্তর্জাতিক মহলকে এ ব্যাপারে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য জোরালো আহ্বান জানান তিনি।

নাঈম হাসান পাভেল/কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।