নির্বাচনে রুশ সংযোগ : এফবিআইকে মিথ্যা বলেছিলেন ফ্লিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ এএম, ০২ ডিসেম্বর ২০১৭

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে যোগাযোগের ব্যাপারে এফবিআই এর কাছে ভুল তথ্য দেয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।

নির্বাচনে রাশিয়ার সঙ্গে যোগাযোগের ব্যাপারে তদন্ত করছেন স্পেশাল কাউন্সিলর রবার্ট মুলার। তার কাছে মাইকেল ফ্লিন স্বীকারোক্তি দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফ্লিনের স্বীকারোক্তিতে তদন্তের বেশ অগ্রগতি হয়েছে।

তাছাড়া মাইকেল ফ্লিনের এ ধরনের স্বীকারোক্তিতে ট্রাম্পের ঘনিষ্ঠজনের জড়িত থাকার বিষয়টিও বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

Mr-Flynn

আদালতকে ফ্লিন জানান, তিনি স্বজ্ঞানে এফবিআই-এর কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। যার কোনো ভিত্তি নেই। প্রতারণামূলক বিবৃতি দেয়ার কথাও স্বীকার করেন তিনি।

মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, রাশিয়ার সঙ্গে যোগাযোগের জন্য ফ্লিনকে যারা নির্দেশ দিয়েছিল, ট্রাম্পের জামাতা জেরাড কুশনার তাদের অন্যতম। এরকম তথ্য আদালতে বলার জন্যও প্রস্তুত রয়েছেন ফ্লিন।

তবে হোয়াইট হাউসের দাবি, রাশিয়ার সঙ্গে যদি কোনো যোগাযোগ হয়ে থাকে, দবে সেটার সঙ্গে ফ্লিন একাই জড়িত।

সূত্র : বিবিসি

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।