ট্রাম্পকে আঙুল দেখিয়ে চাকরি হারালেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ এএম, ০১ ডিসেম্বর ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যমা আঙুল দেখিয়ে চাকরি হারালেন এক নারী। আঙুল দেখানোর ওই ছবি ছড়িয়ে পড়তেই, তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগে গল্ফ ক্লাব থেকে ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের গাড়ির একপাশ দিয়ে যাচ্ছিলেন জুলি ব্রিস্কম্যান নামের ওই নারী। প্রেসিডেন্ট ট্রাম্পকে পছন্দ করতেন না তিনি। রাস্তায় হঠাৎ ট্রাম্পকে বহনকারী গাড়ি দেখতে পেয়ে মধ্যমা প্রদর্শন শুরু করেন জুলি।

তার এ কাজ দেখে তা ক্যামেরাবন্দি করতে ভুল করেননি হোয়াইট হাউসের এক আলোকচিত্রী। জুলির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়।

প্রেসিডেন্টের প্রতি প্রকাশ্যে এমন নেতিবাচক আচরণ দেখে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় জুলির অফিস। অফিসে তলব করা হয় তাকে। কোম্পানির সোশ্যাল মিডিয়া বিধি লঙ্ঘনের দায়ে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।

তবে জুলি বলেছেন, তিনি নিজে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। অন্য কেউ ওই ছবি ছড়িয়ে দিলে, তা ভাইরাল হয়ে যায়। তবে তাতেও রেহাই পাননি তিনি।

সূত্র : জিনিউজ।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।