চীনে ভবনধসে নিহত ৯


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৫ জুলাই ২০১৫

চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশের একটি জুতা কারখানা ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায়  আহত হয়েছেন অন্তত ৪০ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে  বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়। শনিবার বিকেলে ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৫১ জন শ্রমিক কাজ করছিলেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, মোট ৪২ জনকে ওই কারখানা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।

দেশটির শীর্ষস্থানীয় নিরাপত্তা পর্যবেক্ষণকারী একটি  সংস্থা মে মাসে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যুর ঘটনার জন্য ভবনের দুর্বল নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতাকে দায়ী করে।

এর আগে গত বছরের নভেম্বরে চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ২৬ শ্রমিক নিহত হয়।

এসআইএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।