মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৭

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমানে তার একেবারেই আন্তরিকতা নেই বলে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে।

টিলারসনকে সরিয়ে তার স্থলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক মাইক পম্পিউ কে বসানোর সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও এ ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের সাবেক উপদেষ্টা গত অক্টোবরে বলেছিলেন, মাইক পম্পিউ প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই অনুগত। আর ভাল কাজও করছেন তিনি।

তিনি আরও জানান, পম্পিউ এর মতো কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে সেটা খুব ভাল খবর হতো।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।