সীমান্তে যাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাবে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩০ নভেম্বর ২০১৭

ভারতে প্রবেশের জন্য কোনো রোহিঙ্গা সে দেশের সীমান্ত এলাকায় গেলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশনা পেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিএসএফ-এর প্রধান কে কে শর্মা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

কে কে শর্মা জানান, চলতি বছর তারা সীমান্ত এলাকায় ৮৭ জন রোহিঙ্গা মুসলিমকে গ্রেফতার করেছে। এছাড়া ৭৬ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশিদের সঙ্গে রোহিঙ্গাদের চেহারার পার্থক্য নির্ণয় করাটা খুবই কঠিন। উভয়ের শরীরের গড়ন এবং চেহারার অনেক মিল রয়েছে। উভয়ের মধ্যে পার্থক্য তৈরি করতে পারছে না বিএসএফএর সদস্যরা।

আমাদের কাছে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছে যে, অবৈধ কাউকে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। সে কারণে যারাই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে, তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

শর্মা আরও জানান, তাদের আমরা গ্রেফতার করছি না। কারণ, গ্রেফতারের পর কোনো দেশই তাদের ফিরিয়ে নিতে চাইবে না।

ইতোমেধ্যেই ৩৬ হাজারের বেশি রোহিঙ্গা ভারতে রয়েছে। তার ওপর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে রোহিঙ্গাদের সংযোগের অভিযোগ ওঠার পর থেকে আমরা আর কাউকে প্রবেশ করতে দিচ্ছি না বলেও জানান তিনি।

সূত্র : দ্য হিন্দু

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।