মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ৩০ নভেম্বর ২০১৭

মিয়ানমারের মগওয়ে অঞ্চলের একটি কয়লা খনিতে অক্সিজেন সরবরাহকারী একটি পাইপ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছে। বিস্ফোরণের কারণে খনিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খনির কিছু অংশও ধসে পড়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার মগওয়ে কেন্দ্রীয় অঞ্চলের মিনবু শহরের খনিতে ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় খনির ১০০ মিটার গভীরে শ্রমিকরা অবস্থান করছিলেন।

মগওয়ে ফায়ার সার্ভিসের পরিচালক অং উইন সেইন বলেন, নিহতদের মধ্যে চীনের এক নাগরিকও রয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, নিহত ওই চীনা নাগরিক খনির সুপারভাইজার ছিলেন।

পাইপ বিস্ফোরণে খনির প্রাচীর ধসে গর্তের সৃষ্টি হয়েছে। অং উইন সেইন বলেন, খনিতে যেকোনো মুহূর্তে ধসের শঙ্কা দেখা দেয়ায় আমরা সমস্যার মুখোমুখি হয়েছি। এখন পর্যন্ত নিখোঁজ একজনকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, বিস্ফোরণের সময় দুই চীনা নাগরিকসহ চারজন খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। চিত হ্যান নামে স্থানীয় এক ব্যবসায়ী ওই খনির দায়িত্বে ছিলেন।

এসআইএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।