চীন ও রাশিয়ার সমালোচনায় হিলারি


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৫ জুলাই ২০১৫

চির প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার  সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নিউ হ্যাম্পসায়ারে নির্বাচনী ক্যাম্পেইনে তিনি এ সমালোচনা করেন। খবর বিবিসি।
 
হিলারি বাণিজ্যিক নথি ও সরকারি তথ্য চুরির জন্য চীনকে দাষারোপ করেন। একই সঙ্গে আঞ্চলিক সীমানা বিস্তৃতির জন্য রাশিয়াকেও অভিযুক্ত করেন তিনি।

হিলারি বলেন, আমরা চীনের শান্তিপূর্ণ উত্থান দেখতে চাই। তবে এ ব্যাপরে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, চীন তার সামরিক স্থাপনা বাড়িয়ে চলেছে যা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ ফিলিপাইনের মতো পার্শবর্তী দেশগুলোর জন্য হুমকি। তিনি হ্যাকিং থেকে রক্ষা পেতে সংশ্লিষ্টদের সর্তক থাকার আহ্বান জানান।

অপরদিকে, ইউক্রেন সমস্যা ও আঞ্চলিক সীমানা বিস্তৃতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত করে বক্তব্য দেন হিলারি।

তিনি পুতিনের সাথে নিজের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমি তাকে চিনি। তিনি সোজা লোক নয়। রাশিয়ার সীমানা বিস্তৃতির চিন্তা ওয়াশিংটনের জন্য একটি চ্যালেঞ্জ। রাশিয়ার সঙ্গে কর্মকান্ডের ব্যাপারে ওয়াশিংটনকে আরও সতর্ক হতে হবে।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।