শুরুতেই দুই ওপেনারের বিদায়


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৫ জুলাই ২০১৫

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ।  প্রথম ওভারেই অ্যাবটের বলে পুল করতে গিয়ে কিপার ডি ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। পরের ওভারেই রাবাদারের বাউন্সারে বাউন্ডারি লাইনে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন সৌম্য সরকার।

এর আগে অধিনায়ক ডু প্লেসিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৮ রান করতে সক্ষম হয় প্রোটিয়ারা।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি২০ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। খেলার শুরু থেকেই টাইগারদের স্পিনে ব্যাট করতে রীতিমত হিমশিম খাচ্ছিল প্রোটিয়ারা। চতুর্থ ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা শিবির। তবে  অধিনায়ক ডু প্লেসিস দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান জেপি ডুমিনিকে নিয়ে প্রাথমিক বিপদ সামলে নেন। ৪৬ রানের জুটি গড়ে ডুমিনি আউট হবার আগে করেন ১৮ রান। তবে একপ্রান্তে নির্ভরতার সঙ্গে খেলে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। শেষপর্যন্ত অপরাজিত থেকে ৬১ বলে ৭৯ রান করেন এই প্রোটিয়া। তার ইনিংসটি ৮টি চারে সাজানো। এছাড়া শেষ দিকে রিলে রুশো ২১ বলে দুটি চার এবং দুটি ছক্কায় করেন ৩১ রান।

প্রায় ১০ মাস পর খেলতে নেমে দলকে হতাশ করেন সোহাগ গাজী। দুই ওভারে ১৬ রান দিয়ে উইকেটশুন্য থাকেন এই অলরাউন্ডার। বাংলাদেশের পক্ষে ১৯ রানে দুই উইকেট নিয়ে সেরা বোলার আরাফাত সানি। এছাড়া নাসির ও সাকিব একটি করে উইকেট নেন।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।