ইরান-রাশিয়া সরাসরি জাহাজ চলাচল শুরু


প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৫ জুলাই ২০১৫

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে নতুন নতুন পদক্ষেপের অংশ হিসেবে ইরান-রাশিয়া সরাসরি জাহাজ চলাচল শুরু করেছে। ইরান-রাশিয়া জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধান আসাদুল্লাহ আসগারোওয়ালদি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তেহরান-মস্কো সব ক্ষেত্রেই বাণিজ্য আরো বিস্তারের পদক্ষেপ নিয়েছে। জাহাজ চলাচল শুরু করার পাশাপাশি  আগামী এক মাসের মধ্যে দেশ দু’টি সরাসরি বিমান চলাচলও শুরু করবে বলে জানান তিনি।
 
ইরানের রাশ্ত শহর থেকে রাশিয়ার বন্দর নগরী আস্ত্রখানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর জন্য ইরানের তাবান এয়ালাইন্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে একটি চুক্তি সই করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে এ বিমান চলাচল শুরু হতে পারে।
 
এ ছাড়া, ইরান থেকে মুরগির মাংসসহ পশু পণ্য রফতানির বিষয়েও একটি চুক্তি করা হয়েছে বলে জানান তিনি। সূত্র : প্রেস টিভি

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।