পুলিশে নিয়োগের যে ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২৮ নভেম্বর ২০১৭

১০ হাজার কনস্টেবল নেয়া হবে পুলিশে, এসআই পদে সারা দেশে নিয়োগ দিচ্ছে পুলিশ- পুলিশে নিয়োগের এ জাতীয় খবরের শিরোনাম চোখে পড়ে হরহামেশা।

তবে ব্যতিক্রম নিউজিল্যান্ড। দেশটি সম্প্রতি পুলিশে নিয়োগের একটি ভিডিও প্রকাশ করেছে ফেসবুকে। এই ভিডিওটিকে বলা হচ্ছে, ‘সবচেয়ে মজাদার নিয়োগ ভিডিও।’

ভিডিওটিতে পুলিশকে কারও পিছু নেয়ার মজাদার ও রোমাঞ্চকর দৃশ্য ফুটে উঠেছে।

আরো পড়ুন: ভাইরাল খবর , ভিডিও

এর শুরু হচ্ছে- আমার চাই নিউজিল্যান্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হোক, তবে আপনার সাহায্য ছাড়া সেটি কোনোভাবেই সম্ভব নয়।’

কমিশনার মাইক বুশ ছাড়াও ভিডিওতে নিউজিল্যান্ড পুলিশের ৭০ জনের বেশি কর্মকর্তাকে দেখা যাচ্ছে। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকেও দেখা যায় ভিডিওটিতে।

প্রায় তিন মিনিটের ভিডিওটিতে হাস্যরসাত্মক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে পুলিশ সদস্যের সব ভূমিকা।

পুলিশ কর্মকর্তা ক্যারেন জোনস বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো- যারা সমাজটাকে আরও নিরাপদ করার কথা ভাবেন আমরা সেইসব মানুষদের চাই।

১৮ থেকে ২৪ বছর বয়সীদের উদ্দেশ্য করে বানানো হয়েছে ভিডিওটি।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।