পালমিরে গণহত্যার ভিডিও প্রকাশ আইএসের


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৫ জুলাই ২০১৫

সিরিয়ার পালমিরারে গণহত্যার ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ভিডিওটিতে দেখা গেছে, সিরিয়ার প্রাচীন পালমিরা শহরে ২৫ জনকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে আইএস জঙ্গিরা। খবর বিবিসি।

আইএস জানায়, নিহত ব্যক্তিরা সৈনিক এবং তাদের হোমস শহর থেকে আটক করা হয়। পালমিরার একটি প্রাচীন এম্ফিথিয়েটার বা উন্মুক্ত নাট্যমঞ্চে তাদের হত্যা করা হয়।
 
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হত্যাকারীরা বয়সে খুবই তরুণ, এমনকি তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরও হতে পারে। গত মে মাসে পালমিরা এবং এর পার্শ্ববর্তী তাদমুর নামে পরিচিত একটি আধুনিক শহর দখল করে আইএস।
 
ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত একটি অনলাইন একাউন্ট থেকে ঐ ভিডিওচিত্রটি প্রচার করা হয়। আইএসের একটি বড় কালো পতাকার সামনে তাদের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
 
এসময় বেসামরিক পোশাকে সজ্জিত কয়েক`শ মানুষকে এম্ফিথিয়েটারের সিঁড়িতে বসে হত্যাকাণ্ড প্রত্যক্ষ করতে দেখা যায়।
 
পালমিরা দখলের পরদিন একই এম্ফিথিয়েটারে ২৫ জনকে হত্যা করেছিল আইএস।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।