ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ইফতার
নাটোরের কৃষ্টি ও সংস্কৃতি বিশ্বব্যাপী তুলে ধরার আহ্বান জানিয়েছেন জেলার চারজন সংসদ সদস্য। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবন মিলনায়তনে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির এক ইফতার পার্টিতে তারা এ আহ্বান জানান।
চার সংসদ সদস্য হলেন, নাটোর-১ আসনের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনের সংসদ সদস্য তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস।
সংসদ সদস্যরা বলেন, নাটোর জেলার ২০০ বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জেলার কৃতি সন্তানরা দেশের পাশাপাশি বিদেশেও নিজ নিজ ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন। বর্তমান প্রজন্ম নাটোরের কৃষ্টি ও সংস্কৃতিকে বিশ্ব পরিমণ্ডলে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।
সংগঠনের সভাপতি প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহম্মেদ আলী মোল্লাসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসআইএস/এএইচ/আরআইপি