কুষ্টিয়া শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে অবৈধ ঘোষণা


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৪ জুলাই ২০১৫

কুষ্টিয়া জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির যশোর চাঁচড়া চেকপোস্ট মোড়স্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিটির আহ্বায়ক সাদেক আহমেদ খান।

তিনি বলেন, গত ২৬ জুন কুষ্টিয়া জেলার ট্রাক ও ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এ কারণে নতুন কমিটিকে অবৈধ উল্লেখ করে নির্বাচন বাতিলের ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু, শ্রমিক নেতা আজিজুল আলম মিন্টু, মাহাবুবুর রহমান মজনু প্রমুখ।

মিলন রহমান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।