বালির আগ্নেয়গিরি এলাকায় সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৭ নভেম্বর ২০১৭

ইন্দোনেশিয়ার দ্বীপাঞ্চল বালির মাউন্ট অগাং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাত্রা ব্যাপাক হারে বেড়ে গেছে এবং সেই এলাকা আরও বিস্তৃত হয়েছে। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বালির বিমানবন্দর। পর্যটন এলাকা ছেড়ে হাজার হাজার পর্যটক চলে যাচ্ছেন।

বালি কর্তৃপক্ষ জানিয়েছে, পর্বতের উপরে প্রায় ১১ হাজার একশ ৫০ ফুট উচ্চতা পর্যন্ত কালো ধোঁয়া ও ছাই উঠে ছড়িয়ে পড়ছে।

ওই এলাকার বাসিন্দাদের সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, পাথর এবং ধ্বংসাবশেষের আশেপাশে যাওয়া থেকে তারা যেন নিরাপদ দূরত্বে থাকেন।

সূত্র : বিবিসি

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।