সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৭ নভেম্বর ২০১৭

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা এবং কামান নিক্ষেপে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন শিশুও রয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

সিরিয়ার রাজধানী দামেস্কের ঘোতা জেলার পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনাটি ঘটে। দেশটির সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা একটি গ্রামে হামলাটি চালানো হয়।

biman

২৬ নভেম্বর স্থানীয় সময় রোববার সকালে দেইর আল জোর প্রদেশে হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক অবস্থায় নিহতের সংখ্যা ৩৪ জন বলে জানানো হয়।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হামলায় আল শাফা গ্রামে বেসামরিক নাগরিকদের আবাসিক ভবনে আঘাত হানে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে বলে জানান তিনি।

তবে এ ব্যাপারে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : রেডিও লিবার্টি, আল জাজিরা

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।