বুয়েটে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৪ জুলাই ২০১৫

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) ২০১৫-১৬ অর্থবছরের জন্য মোট ১০৮ দশমিক ৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। শনিবার বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৬ দশমিক ৭ কোটি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১০২ দশমিক ১০ কোটি টাকা সরবরাহ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাজেটের ৮২ কোটি টাকা ব্যয় হবে বেতন-ভাতা ও পেনশনে, ১৩ কোটি টাকা সাধারণ ও আনুষঙ্গিক ব্যয়, শিক্ষা ও গবেষণায় ৮ দশমিক ৭ কোটি এবং রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজে ৫ দশমিক ১০ কোটি টাকা।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।