প্রথমবারের মতো ভোট দিচ্ছে নেপালের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ এএম, ২৬ নভেম্বর ২০১৭

গৃহযুদ্ধের পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচনের প্রথম ধাপে ভোট দিচ্ছে নেপালের নাগরিকরা। ১৫ মিলিয়নের বেশি ভোটার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে পার্লামেন্টের দুইশ ৭৫ জন সদস্য এবং প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করবে।

কেন্দ্রীয় নেপালি কংগ্রেস পার্টি মাওবাদী সাবেক বিদ্রোহীদের নিয়ে জোট গঠন করেছে। আর তাদের বিরোধীদল হিসেবে লড়ছে সমাজতান্ত্রিক ইউএমএল পার্টি।

আগামী ৭ নভেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : বিবিসি

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।