আড়াইহাজারে ১৬ জুয়াড়িকে ৩ মাসের কারাদণ্ড


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৪ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৬ জুয়াডিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনারগাঁ উপজেলার গাজীপুরা দাসপাড়া ও কামরানীরচর এলাকার রুহুল আমিন ( ৩২), ফারুক (৫০), দুলাল (২৪), দ্বীন ইসলাম (২৭), ইউছুফ (২৯), রূপ মিয়া (৩২), রাসেল (২৫), আবুল (২৫), আবু মিয়া (৪৫), সবুজ (২৯), হাবিব মিয়া (৩০), ফারুক (৪৫), রাশেদুল (২৫)।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, শনিবার দুপুরে উপজেলার গাজীপুরা এলাকায় স্থানীয় রাজু পাগলা নামে এক পীরের আস্তানায় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক একটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মো. শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।