সিরিয়ায় মসজিদে বিস্ফোরণে নিহত ২৫


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৪ জুলাই ২০১৫

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে বিদ্রোহী গোষ্ঠী নুসরা ফ্রন্টের ২৫ যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন  সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।  তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। খবর এনডিটিভি।

সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান জানান, দেশটির আরিহা প্রদেশে একটি মসজিদে  ইফতারের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পরে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সিরিয়ার আল কায়েদার একজন নেতা এ ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক ওই সংগঠনটি। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

এসআইএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।