পারমাণবিক চুক্তি : ফলাফলের আশা দেখছে না ইরান


প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৪ জুলাই ২০১৫

ইরানের বহুল আলোচিত পারমাণবিক চুক্তির বিষয়ে এখনো স্থায়ী কোনো ফলাফলের আশা ইরান করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

তিনি বলেন, পারমাণবিক চুক্তির বিষয়ে আমরা এখনো স্থায়ী কোনো সমাধানের কাছাকাছি পৌঁছাতে পারিনি। শুক্রবার ইউটিউবে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি এ তথ্য জানান।  খবর বিবিসি।

অপরদিকে আলোচনার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, তারা এ চুক্তিকে ফলপ্রসূ করতে এখনো অনেক কাজ বাকি রয়েছে। এছাড়া হিলারি ক্লিন্টন পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘ ১৮ মাস ধরে চলা এ আলোচনা খুব শিগরিরই একটি পরিণতি পাবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যুতে  আগামী সপ্তাহে আমরা একটি ফলপ্রসূ চুক্তিতে পৌঁছাতে পারবো। যদি আমরা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হই তারপরও আমাদের অনেক কাজ করতে হবে। এনডিটিভি এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান।
উল্লেখ্য, হিলারি ক্লিনটন ২০১৬ সালে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন। কার্যত তিনি ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে নিজের অবস্থান পরিস্কার করতেই এসব কথা বলেন। পারমাণবিক চুক্তি নিয়ে ছয় জাতির এ আলোচনার শেষ দিন ৭ জুলাই।

এসআইএস/এএইচ/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।