এমপির ভাইয়ের বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ


প্রকাশিত: ১০:০৫ এএম, ০৪ জুলাই ২০১৫

খুলনায় এক এমপির ভাইয়ের বিরুদ্ধে বটিয়াঘাটায় তিনশত বিঘার একটি ঘের দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন গ্রামবাসী ও জমির মালিকরা। তারা অবৈধভাবে দখল করা ঘের ফিরে পেতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সম্মেলনে লিখিত বক্তৃতায় বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. জবিউল্লাহ বলেন, ১৯৯৫ সালে সন্ত্রাসীদের উচ্ছেদ করে গ্রামবাসী তেতুলতলা, শেওলাবুনিয়া ও ঘোষখালী এলাকার তিনশত বিঘার ঘের নিজেরাই পরিচালনা শুরু করেন। খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম মাওলা শানুও এই ঘেরটি দখলের চেষ্টা করে ব্যর্থ হন। বর্তমানে খুলনা-৪ আসনের সংসদ সদস্যের ভাই এসএম মোয়াজ্জেম রশিদী দোজা দখল করে নিয়েছে। শুধু তাই নয় গ্রামবাসী যেন ঘেরটি দখল করে নিতে না পারে সেজন্য ঘেরটির আশপাশের সব রাস্তা তারা কেটে দিয়েছে।

তিনি বলেন, ঘেরটি খুলনা-১ আসনের এলাকাধীন হলেও তা খুলনা-৪ আসনের সীমানায় অবস্থিত। ফলে আসামি ধরার অজুহাতে গত ২ জুলাই রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে নিয়ে দোজা ঘেরটি দখল করে নেয়। রূপসা থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা দোজার ভাইয়ের বাড়িতে ভাড়া থাকেন।

এ ব্যাপারে ঘের দখলের বিষয়টি অস্বীকার করে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আসামি ধরতে তদন্ত কর্মকর্তারা যেতে পারে। ওই এলাকায় রূপসা থানার দুটি মামলার আসামি রয়েছে। তাদের ধরতে পুলিশ সেখানে যেতে পারে। তবে তিনি যাননি বলে দাবি করে বলেন, আমি ছুটিতে রয়েছি।

অভিযোগ অস্বীকার করে মোয়াজ্জেম রশিদী দোজা বলেন, এই ঘের আমার নামে না এবং এর সঙ্গে আমি কোনভাবেই জড়িত নই। ফলে ঘের দখলের প্রশ্নই আসে না।  তিনি আরো বলেন, গোলাম মওলা শানু যাদের নামে ঘেরটি লিখে দিয়েছিল, তারাই ঘেরের পজিশনে ছিল। গত এক মাস আগে জামাল-আনু বাহিনী ঘেরটি জোর করে দখলে নেয়। পরবর্তীতে ঘের থেকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল তারা পুনরায় ঘেরটি তাদের দখলে নিয়েছে।

মো.আলমঙ্গীর হান্নান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।