ইসরায়েল থেকে ১০ হাজার শরণার্থী নেবে রুয়ান্ডা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৪ নভেম্বর ২০১৭

ইসরায়েল থেকে ১০ হাজার আফ্রিকান শরণার্থীকে আশ্রয় দেয়া হবে বলে নিশ্চিত করেছে রুয়ান্ডার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে।

নিউ টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী লুইস মুসিকিওয়াবা বলেন, ইসরায়েল থেকে শরণার্থীদের কিভাবে রুয়ান্ডায় আশ্রয় দেয়া হবে সে বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, ইসরায়েলে অবস্থানরত আফ্রিকান শরণার্থীদের মধ্যে রুয়ান্ডায় আশ্রয় নিতে চান এমন কিছু শরণার্থী এবং অভিবাসীকে আমরা আশ্রয় দেব।

তারা যদি এখানে থাকতে পছন্দ করেন তবে আমরাও তাদের এখানে থাকার বিষয়ে সমন্বয়ের ব্যবস্থা করব। তবে কবে থেকে শরণার্থীদের নেয়া হবে তা উল্লেখ করেননি মুসিকিওয়াবা।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।