তার জন্য আজীবন রেস্তোরাঁয় মাছের মাথা ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৪ নভেম্বর ২০১৭

অফিসের সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন চীনের নাগরিক লিউ শিংটিং। স্থানীয় একটি রেস্তোরাঁয় মাছের মাথা ভুনা খাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু পথে হঠাৎ দেখলেন একটি গাড়ী পাশের একটি লেকের মধ্যে পড়ে গেছে। খবর হাংঝু ডেইলি।

ওই ঘটনা দেখার পর একটুও দেরি করেননি লি। সঙ্গে সঙ্গেই তিনিও নেমে পড়লেন পানিতে। একজন গর্ভবতী নারীসহ চারজনকে উদ্ধার করেন তিনি।

নাটকীয়ভাবে জীবন বাঁচানোর এই খবর শুনে এক রেস্তোরাঁর মালিক তাকে সারা জীবনের জন্য ফ্রিতে মাছের মাথা খাওয়ানোর ঘোষণা দিয়েছেন।

স্থানীয় হাংঝু ডেইলিকে লিউ বলেন, তখন আমার চিন্তা করার বা ভয় পাওয়ার একদম সময় ছিল না। প্রথমেই আমি জীবন বাঁচানোর বিষয়টা চিন্তা করেছি।

তিনি বলেন, জুতা এবং জামাকাপড় না খুলেই পানিতে ঝাঁপিয়ে পড়াটা বিপজ্জনক ছিল। কিন্তু বিষয়টা খুবই জরুরি ছিল।লিউ গাড়ীর আরোহীদের জানালা দিয়ে বের করে আনেন। এই ঘটনা শোনার পরেই কিয়ানডাও লেক ডেভেলপমেন্ট গ্রুপ তাকে আজীবনের জন্য মাছের মাথা ফ্রিতে খাওয়ানো হবে বলে ঘোষণা দিয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।