এমএইচ১৭ বিধ্বস্ত : জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল করতে চায় মালয়েশিয়া
মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ বিধ্বস্ত হওয়ার ঘটনায় জড়িতদের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের কথা জাতিসংঘকে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবা সকালে জাতিসংঘকে এ আগ্রহের কথা জানায় মালয়েশিয়া। খবর বিবিসির।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জুলাই মাসের সভাপতি নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত জেরার্ড ভন বোহেমেন বলেন, এমএইচ১৭ বিধ্বংসের ঘটনায় একটি প্রস্তাব উত্থাপনের আগ্রহের কথা মালয়েশিয়া পরিষদ সদস্যদের কাছে ব্যক্ত করেছে।
তিনি বলেন, বিমানটি বিধ্বংসের সঙ্গে সংশ্লিষ্ট ফৌজদারি অভিযোগ মোকাবেলার উপযুক্ত একটি কৌশল নির্ধারণ করতে চায় দেশটি। মালয়েশিয়ার সঙ্গে এ প্রস্তাবে যুক্ত রয়েছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ইউক্রেন।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ এ পরিকল্পনাটিকে `সময়োচিত নয় এবং অফলপ্রসূ` বলে অভিহিত করেছেন।
একাধিক কূটনীতিক জানিয়েছেন, মালয়েশিয়ার নেতৃত্বাধীন যৌথ প্রস্তাবটিকে রাশিয়া অপরিপক্ক বলে আখ্যায়িত করেছে।
দেশটির মতে, এ রকম কোনো কিছু করার আগে চলমান তদন্তের ফল প্রকাশ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অপেক্ষা করা উচিত।
উল্লেখ্য, গত বছরের ১৪ জুলাই ২৯৮ আরোহী নিয়ে পূর্ব ইউক্রেনে বিধ্বস্ত হয় ফ্লাইট এমএইচ১৭। ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থি বিদ্রোহীদের লড়াইয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠা পূর্বাঞ্চলের আকাশে থাকা অবস্থায় ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়।
তবে বিমানটিকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার অভিযোগ অস্বীকার করেছেন পূর্বাঞ্চলের বিদ্রোহী নেতারা।
বিমানটির আরোহীদের বেশিরভাগই ছিলেন ডাচ নাগরিক। এ ছাড়া মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিকও ছিলেন।
এসকেডি/এমএস