ওবামাকে হত্যার হুমকি দেয়ায় গ্রেফতার ১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার ফৌজদারি মামলা করা হয়েছে। এতে উইসকনসিন অঙ্গরাজ্যের ব্রায়ান ডি ডাচার (৫৫) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। খবর সিএনএনের।
বৃহস্পতিবার উইসকনসিনে গিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। সেখানে তিনি তার সদ্য প্রস্তাবিত কর্মজীবীদের জন্য অতিরিক্ত সময় কাজের (ওভারটাইমের) পক্ষে প্রচার চালাচ্ছিলেন। তখন অনুষ্ঠানস্থল লা ক্রস গ্রন্থাগারের বাইরে এক নিরাপত্তাকর্মীকে ব্রায়ান ডি ডাচার বলেন, `দখলদার ব্যক্তিটি এখানে আছে। আমি যদি সুযোগ পাই তাহলে তাকে গুলি করে দেব।`
বিশেষ বাহিনীর জিজ্ঞাসাবাদে ব্রায়ান এ অভিযোগ স্বীকারও করেছেন।
ওই অনুষ্ঠানে যাওয়ার আগে গত ৩০ জুন ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন ব্রায়ান ডি ডাচার। তাতে তিনি লেখেন, `বৃহস্পতিবার আমি লা ক্রসে যাব। আশা করি প্রেসিডেন্টকে গুলি করার পরিষ্কার কোনো সুযোগ আমি পাব। তাকে হত্যা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব।` আইনজীবীদের ডাচার বলেছেন, তার সত্যি ইচ্ছা (হত্যার) ছিল বলেই এমনটি তিনি বলেছেন।
একে/এমএস