সিরিয়ায় বিমান হামলায় আইএস’র শীর্ষ নেতা নিহত


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৩ জুলাই ২০১৫

সিরিয়ায় জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। ওই নেতা আত্মঘাতী বোমা হামলা সমন্বয় এবং জিহাদিদের জন্য অর্থ ও যোদ্ধা সংগ্রহের দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র বলেন, গত ১৬ জুন সিরিয়ার উত্তরাঞ্চলীয় শাদ্দাদি শহরে জোটের বিমান হামলায় আইএস নেতা তারিক বিন তাহের আল-আওনি আল-হারজি নিহত হয়েছেন। এ ঘটনার একদিন আগে ইরাকে এক বিমান হামলায় তার ভাই আলী নিহত হয়েছেন। আলী আইএসের সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন এবং ২০১২ সালে বেনগাজি হামলার ঘটনার সাথে জড়িত ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল।

উল্লেখ্য, ওয়াশিংটন নিহত তিউনিশিয়ার নাগরিক হারজির মাথার দাম ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। আগে তাকে আইএস গ্রুপের ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের আমীর’ হিসেবে অভিহিত করা হতো। ২০১৩ সালের শেষের দিকে হারজি ইরাকে আত্মঘাতী ও গাড়িবোমা হামলা সমন্বয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হারজির নিহত হওয়ার ঘটনা আইএস গ্রুপের জন্য একটি বড় আঘাত বলে জানিয়েছে পেন্টাগন।

এসআইএস/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।