মেক্সিকোর মানবাধিকার কমিশনের সদর দফতরে বিস্ফোরণ


প্রকাশিত: ১১:৩১ এএম, ০৩ জুলাই ২০১৫

মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশনের সদর দফতরে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির পরিচালক লুইস রাউল গঞ্জালেজ পেরেজ বলেন, মেক্সিকো সিটির বাইরে একাটেপেক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। তিনি ‘দ্রুত এই ঘটনার তদন্ত শুরু ও এতে জড়িতদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

এসআইএস/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।