১১ আরোহী নিয়ে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২২ নভেম্বর ২০১৭

মার্কিন নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১১জন আরোহী ছিল। বুধবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, ফিলিপাইনে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বহরে যুক্ত ছিলো ওই বিমানটি। খবর বিবিসি।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রু এবং যাত্রীসহ ১১ জন আরোহী নিয়ে মার্কিন নৌবাহিনীর একটি বিমান জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের সাগরে বিধ্বস্ত হয়েছে।

রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বহরে রুটিন মাফিক অপারেশনে অংশ নিয়েছিল বিমানটি। ইতোমধ্যেই ইউএসএসয়ের তরফ থেকে তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বিমান বিধ্বস্তের সঠিক কারণ এখনও জানা যায়নি।

এর আগে গত আগস্টে সিঙ্গাপুরে ইউএসএস জন এস. ম্যাককেইন রণতরী একটি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ১০ নাবিক নিহত এবং আরো পাঁচজন আহত হয়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।