নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫০
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতের দিকের এ হামলায় আহত হয়েছেন আরো অনেকে।
জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলার সঙ্গে জড়িত দাবি করে দেশটির পুলিশ বলছে, মসজিদে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে এক আত্মঘাতী হামলাকারী। মুবি শহরের উনগুয়ার শুওয়া এলাকার মদিনা মসজিদে মঙ্গলবার ফজরের নামাজের সময় এ হামলা হয়েছে।
আদমাওয়া প্রদেশের ইয়োলা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওই মসজিদের অবস্থান। আদমাওয়া পুলিশের মুখপাত্র ওথমান আবু বকর বার্তাসংস্থা এএফপিকে বলেন, মুবির মসজিদে হামলায় আমরা এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানির তথ্য পেয়েছি।
‘বেশ কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের বেশ কয়েকটি হাসপাতালে নেয়ায় আমাদের কাছে হতাহতের সঠিক পরিসংখ্যান নেই।’
‘মসজিদে নামাজ পড়তে আসা লোকজনের ওপর হামলাকারী ব্যক্তি ছিলেন আত্মঘাতী। ফজরের নামাজ পড়ার জন্য অন্যান্যদের সঙ্গে তিনিও মসজিদে প্রবেশ করেছিলেন। নামাজ শুরুর পরপরই বিস্ফোরণ ঘটানো হয়।’
সূত্র : এএফপি।
এসআইএস/আরআইপি