সিরিয়াকে রক্ষার জন্য আপনাকে ধন্যবাদ : পুতিনকে আসাদ
সিরিয়াকে রক্ষা এবং সহায়তার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সোচির কৃষ্ণ সাগর রিসোর্টে সাক্ষাৎ করেছেন এ দুই রাষ্ট্রনেতা।
বিবিৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ায় রাজনৈতিক সমাধানে পৌঁছানোর ব্যাপারে আলোচনা করেছেন তারা। সিরিয়ায় গত সাত বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সংঘাত সমাধানে আগ্রহী দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আসাদ। পরে আসাদের সহযোগিতার প্রশংসা করেন পুতিন।
সংবাদসংস্থা আরআইএ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বলছে, দুই দেশের প্রেসিডেন্ট প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেন। ২০১১ সালে দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ার পর দ্বিতীয়বারের মতো রাশিয়া সফরে গেছেন আসাদ।
সিরিয়ায় ২০১৫ সালের অক্টোবরে রাশিয়ার হামলা শুরুর এক মাস পর আসাদ এবং পুুতিন মস্কোতে সাক্ষাৎ করেন। সিরিয়া সরকারের প্রধান মিত্র হিসেবে দেশটিতে লড়াই করছে রাশিয়া। সরকারি বাহিনীকে রুশ সমর্থনের জেরে ওই অঞ্চলে প্রক্সি যুদ্ধ শুরু হয়।
দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে গত মাসে সিরিয়া সরকার ও বিরোধীরা কাজাখস্তানের রাজধানীতে বৈঠকে বসেন। কয়েক বছর ধরে সিরিয়া যুদ্ধের অবসানের লক্ষ্যে আন্তর্জাতিক বেশ কিছু পদক্ষেপ নেয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।
সিরিয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটির প্রায় চার লাখ ৬৫ হাজার মানুষ নিহত ও আরো এক কোটি ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
সূত্র : আলজাজিরা।
এসআইএস/আইআই