বন্দুকধারী আতঙ্কে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি বন্ধ
একজন সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির কারণে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি নৌঘাঁটিতে এ ঘটনা ঘটে। সেখান থেকে কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে।
ওই নৌঘাঁটিতে ২০১৩ সালে একজন বন্দুকধারী ১২ জনকে গুলি করে হত্যা করেছিল বলেও জানা গেছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে একজন সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এসএইচএস