সিসির বিরুদ্ধে আন্দোলনের ডাক ব্রাদারহুডের


প্রকাশিত: ০৪:১৭ এএম, ০২ জুলাই ২০১৫

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ সিসির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। বুধবার কায়রোর পার্শ্ববর্তী শহর গিজার একটি ফ্ল্যাটে অবস্থানরত ৯ জন ব্রাদারহুড নেতাকে গুলি করে করে হত্যার পর এক সংবাদ সম্মেলনে নিজেদের সকল নেতা কর্মীকে রাস্তায় নেমে আসার অনুরোধ জানায় দলটি।

এক বিবৃতিতে জেনারেল সিসিকে কসাই আখ্যা দিয়ে মুসলিম ব্রাদারহুড দাবি করে, তাদের নেতাদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদ্রোহে শামিল হতে রাস্তায় নেমে আসুন, আপনাদের দেশকে, নিজেদের ও আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সিসির নির্যাতন ও জুলুমের নিরাপদ দুর্গ ধ্বংস করুন এবং আরেকবার মিসরকে বাঁচান।’

এআরএস/পিআর/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।