মোবাইল চুরির অপবাদে গ্যারেজ কর্মচারীকে হাত-পা বেঁধে নির্যাতন


প্রকাশিত: ১১:৪২ এএম, ০১ জুলাই ২০১৫

মোবাইল চুরির অপবাদ দিয়ে মাদারীপুরের কালকিনিতে রকিব চৌকিদার (২৩) নামে এক গ্যারেজ কর্মচারীকে গাছের সাথে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন চালিয়েছে গ্যারেজ মালিকের ভাই।

বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।  এ ঘটনা এলাকায় টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে।  

এলাকা ও পুলিশ সূত্রে যানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার পূর্ববনগ্রামের তালেব চৌকিদারের ছেলে রকিব চৌকিদার পৌর এলাকার ফারুক সরদারের গ্যারেজে ৭/৮ মাস ধরে  কর্মচারী হিসেবে কাজ করে আসছে।  এ গ্যারেজের মালিক ফারুক সরদারে ভাই সাগিরের ১টি ও কর্মচারী রকিবের মোবাইলসহ মোট দুইটি মোবাইল চুরি হয়ে যায়।  এ চুরির অপবাদে সাগিরের নেতৃত্বে মনির সরদার ও তামিম হাওলাদার মিলে রকিবকে মোটর সাইকেলে করে সমিতিরহাটের একটি নির্জন বাগানে নিয়ে প্রথমে গাছের সঙ্গে হাত-পা বেঁধে গোপন অংগে সিগারেটের ছ্যাকা দেয় তারপর রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রাখে।

স্থানীয় লোকজন রকিবের চিৎকার শুনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছে রকিবের পরিবার।

এ ব্যাপারে রকিবের বাবা মো. তালেব চৌকিদার বলেন, আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন চালানো হয়েছে।  আমি এই হামলাকরীদের বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, এ নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।  আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


নাসিরুল হক/ এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।