কালীগঞ্জে সড়কের বেহাল দশা : দুর্ভোগে সাধারণ মানুষ


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০১ জুলাই ২০১৫
কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের বেহাল দশার চিত্র

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের বেহাল দশায় জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনের পর দিন সাধারণ মানুষ দুর্ভোগ পোহালেও মেরামতের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের ।

উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌর এলাকার পোস্ট অফিস সড়ক, খাদ্য গুদাম সড়ক, ওয়াপদা সড়ক, উপজেলা-বাইপাস সড়ক, বড়নগর সড়ক, কালীগঞ্জ-দোলান বাজার সড়ক, সোম-বঙ্গবন্ধু সড়ক, ভাইয়াসুতি-মানিকপুর সড়ক ও ঘোড়াশাল-জামালপুর প্রভৃতি সড়কে ছোট-বড় অসংখ্য খানাখন্দে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

জানা যায়, সড়কগুলো দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষকে কালীগঞ্জ ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, পোস্ট অফিস, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ অফিসগুলোতে কাজের জন্য যাতায়াত করতে হয়। এছাড়া সড়কগুলো দিয়ে বহুজাতিক ওষুধ কোম্পানিসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব মালবাহী ট্রলি, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে থাকে।

ভাঙাচোরা সড়কের কারণে স্থানীয় গার্মেন্টস ও কারখানার শিপমেন্টের মালবাহী গাড়িগুলোও চললাচল করছে খুব ঝুঁকি নিয়ে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে পণ্য রফতানি কার্যক্রম। একটু বৃষ্টিতে খানাখন্দে হাঁটুপানি জমে দৃশ্যত ছোট ডোবায় পরিণত হয়। সড়কগুলোর এমন দশা বিরাজমান থাকাতে বিকল্প শাখা সড়ক দিয়ে যান চলাচল করছে। আর এতে করে শাখা সড়কগুলোও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।  

এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান বলেন, বর্ষাকাল এলেই এলাকার রাস্তাঘাটের খারাপ অবস্থা হয়। তবে খুব শীঘ্রই পৌর এলাকার সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু পৌরসভার বাইরের সড়কের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।

বেহাল সড়কগুলো নিয়ে কথা হয় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সাথে। তিনি জানান, দেন খুব দ্রুতই সড়কগুলো মেরামতের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রহমান আরমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।