এএফসিতে শুভ সূচনা শেখ রাসেলের


প্রকাশিত: ১২:২১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে মঙ্গোলিয়ার আর্চিম ক্লাবকে ১-০ গোলে জয় দিয়ে শুরু করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শনিবার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে এ জয় পান তারা।

কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে জয়ের জন্য প্রথম থেকেই মরিয়া ছিল শেখ রাসেল। ম্যাচের ৬৬ মিনিটের সময় নাইজেরীয় ফুটবলার এনকোচা কিংসলে জয়সূচক গোলটি করেন। কিন্তু বাংলাদেশের ফুটবলের চিরাচরিত সেই স্ট্রাইকিং দুর্বলতা, আজকের ম্যাচেও প্রকট হয়ে উঠেছিল। কিংসলে গোল করতে না পারলে হয়তো এই ম্যাচেও আফসোস নিয়ে মাঠ ত্যাগ করতে হতো শেখ রাসেলকে।

প্রথম ম্যাচটি জয়ের মাধ্যমে শেষ হলেও রাসেলের লক্ষ্য এখন দ্বিতীয় ম্যাচের দিকে। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই ম্যাচেই মূলত কঠিন পরীক্ষায় নামতে হবে তাদের। প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়ার ক্লাব রিমিয়ংসু। এই ম্যাচটি জিতলে এএফসি প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলার গৌরব অর্জন করবে শেষ রাসেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।