ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত : নিহতের সংখ্যা বেড়ে ১৪১


প্রকাশিত: ০৭:০৪ এএম, ০১ জুলাই ২০১৫

ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মঙ্গলবার `সি-১৩০ হারকিউলিস` বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি মেদেনের আবাসিক এলাকায় দুটি বাড়ি ও একটি হোটেলের উপর আছড়ে পড়ে। এতে বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১২২ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমানটিতে আগুন ধরে যাওযার আগে বাড়ি ও হোটেলের উপর আঘাত হানার সময় আরোহী ১২২ জনের মধ্যে কেউই নিজেদের রক্ষা করতে পারেনি। নিহতদের মধ্যে অনেকেই সেনাসদস্যদের আত্মীয়স্বজন এবং নারী।

সেনাবাহিনী বারবার আরোহীদের তালিকা পরীক্ষা নিরীক্ষা করছে। বিমানটিতে পেইয়িং যাত্রী ছিল কিনা যারা অনুমোদিত নয়, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। এ বিষয়ে বিমান বাহিনীর চিফ অব স্টাফ আগুস সুপ্রিয়াতনা বলেন, `উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে ঘাঁটিতে ফিরে আসতে চেয়েছিলেন পাইলট।`

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।