মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্রে ইফতার মাহফিল


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ০১ জুলাই ২০১৫

মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্রে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস্থ বাংলাদেশ প্লাজা হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল  শামীম আহ্সান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এর্টনি মঈন চৌধুরী।

সভা শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, জেনারেল এম এ জি ওসমানী ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁডিয়ে এক মিনিট নিরবতা ও ইফতারের পূর্ব মুহুর্তে তাদের জন্য দোয়া করা হয়।

প্রধান অতিথি রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন, তবে পরোক্ষভাবে যুদ্ধে সহায়তা করছি। তিনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বর্হিবিশ্বে আমাদের সফলতার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

বিশেষ অতিথি ড. সিদ্দিকুর রহমান মুক্তিযোদ্ধাদের প্রবাসে এই উদ্যোগকে প্রশংসা করে নিজ সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে তা অনুসরণের অঙ্গীকার করেন।

সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন মহান মুক্তিযুদ্ধের যে সকল সঙ্গীরা আত্মহুতি দিয়েছেন, আজ এই স্বাধীন বাংলাদেশের প্রতিটির নাগরিকের শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া করা উচিত।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।