সঙ্কটের অবসান চায় না সৌদি জোট : কাতার আমির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

দোহার সঙ্গে অবরোধ আরোপ করা পার্শ্ববর্তী দেশগুলো উপসাগরীয় অঞ্চলের সঙ্কট সমাধানে অাগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

মঙ্গলবার দেশটির শুরা কাউন্সিলে বক্তব্য দেয়ার সময় তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরকে অভিযুক্ত করে বলেন, দেশগুলো সঙ্কট সমাধানের ব্যাপারে কোনো আলোচনা না করে চুপচাপ রয়েছে। দেশগুলো সমাধান চায় না বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, ইরানের সুসম্পর্ক বজায় রাখা এবং জঙ্গি সংগনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন-পালনের অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি জোট।

তবে সৌদি জোটের অভিযোগ ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছে দোহা। পরবর্তী সময়ে অবরোধ তুলে দেয়ার ব্যাপারে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা বন্ধ করে দেয়াসহ বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয় সৌদি জোট। সৌদির সেই দাবি মানতে রাজি হয়নি কাতার।

কাতারের আমির জানান, আলোচনার ব্যাপারে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। তবে অন্যদিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সে কারণে তার মনে হয়েছে, দেশগুলো সঙ্কটের সমাধান চায় না।

অবরোধের মাধ্যমে সৌদি জোট কাতারের নাগরিকদের অবমূল্যায়ন করেছে বলেও মনে করেন তিনি।

সূত্র : আল জাজিরা

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।