শিক্ষা ব্যয় মেটাতে বিপথে ব্রিটেনের শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৫:২৭ এএম, ০১ জুলাই ২০১৫

শিক্ষা ব্যয় মেটানোর জন্য জুয়া খেলাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে  ব্রিটেনের শিক্ষার্থীরা। সেভ দ্যা স্টুডেন্ট নামের একটি সংস্থার  জরিপে এমন তথ্য উঠে এসেছে।

সেভ দ্যা স্টুডেন্টের চালানো এ জরিপে দেখা গেছে, অর্থ উপার্জনের তাগিদে এরইমধ্যে ৭ শতাংশ শিক্ষার্থী খারাপ পথকে বেছে নিতে বাধ্য হয়েছে। আয়ের ভারসাম্য বজায় রাখার জন্য ৬ শতাংশ শিক্ষার্থী জুয়া খেলায় জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে।

জরিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০ শতাংশই কুপথে অর্থ উপার্জনের কথা অকপটে স্বীকার করেছেন। তারা বলেছেন, দেনা মেটানোর তাগিদে এসব পন্থার কথা ভাবতে বাধ্য হচ্ছে তাদের।

জরিপে বলা হয়েছে, গড়ে  একজন ব্রিটিশ শিক্ষার্থীকে প্রতি মাসে ৭৪৫ পাউন্ড স্টারলিং ব্যয় করতে হয়। এর মধ্যে ঋণ হিসেবে সে পেয়ে থাকে ৪৮০ পাউন্ড স্টারলিং।
 
আর্থিক সহায়তার জন্য ৭০ শতাংশের বেশি শিক্ষার্থীকে তাদের মা-বাবার ওপর ভরসা করতে হয়। এ ছাড়া, প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থীকে পড়ালেখা চালিয়ে নেয়ার জন্য পার্ট টাইম চাকরির সন্ধান করতে হয়।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।