নোট বাতিলের পক্ষে জনসমর্থন বাড়াতে মোদির নয়া কৌশল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৪ নভেম্বর ২০১৭

গত বছরের ৮ নভেম্বর পুরাতন নোট বাতিল করে নতুন নোট চালু করে ভারত সরকার। ওই দিন স্থানীয় সময় রাত ৮টায় টিভির পর্দায় হাজির হয়ে নতুন নোট চালুর ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনার এক বছর পর দিনটিকে ভারতের বিরোধী দলগুলো পালন করেছে ‘কালো দিবস’ হিসেবে।

তাদের দাবি, এক বছর আগে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলেও তাতে উদ্ধার হয়নি কালো টাকা, ঠেকানো যায়নি জাল নোট, কমেনি সন্ত্রাস। বরং নরেন্দ্র মোদির এ সিদ্ধান্তে জনগণের ভোগান্তি বেড়েছে, নতুন নোট সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। সেই সঙ্গে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বেকার হয়েছেন বহু মানুষ। শুধু বিরোধীরা নয়, বিজেপির কোনো কোনো নেতাও এখন প্রকাশ্যে একই প্রশ্ন করেছেন।

তবে এতে মোটেও দমে যেতে রাজি নন মোদি। নোট বাতিলের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নতুন প্রচার কৌশল গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে আয়োজন করেছেন লেখা ও অঙ্কন প্রতিযোগিতা। নোট পরিবর্তনের ‘সাফল্য’ বর্ণনা করে সুন্দর লেখায় বিজয়ী প্রথম জন পাবেন ২ লাখ রুপি। দ্বিতীয় জন ১ লাখ আর তৃতীয় জন পাবেন ৫০ হাজার রুপি। রয়েছে ২৫ হাজার রুপির পাঁচটি সান্ত্বনা পুরস্কারও।

এ ছাড়া কেউ কার্টুন, ব্যঙ্গচিত্র, ভিডিও বা ১২০০ শব্দের নিবন্ধও লিখে পাঠাতে পারেন। সে সব শ্রেণিতেও পুরস্কারমূল্য একই। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।

এদিকে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি মোদির নতুন প্রচার কৌশল সম্পর্কে বলেছেন, ‘মানুষের সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী যত পন্থাই খুঁজে বের করুন, ভোটের বাক্সে ঠিকই জবাব দেবে জনতা।’ সূত্র : আনন্দবাজার

এমএমজেড/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।