ইয়েমেনে কারাগার ভেঙ্গে পালিয়েছে ১২০০ কয়েদি
ইয়েমেনের একটি কারাগার ভেঙ্গে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সদস্যসহ ১ হাজার ২০০ কয়েদি পালিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়েজ প্রদেশে শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।
ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারপন্থি বাহিনীর সদস্যরা হুথি নিয়ন্ত্রিত তায়েজ এলাকায় সামনে আসলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এরই এক ফাঁকে কারাগার ভেঙ্গে আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর আটক সন্দেহভাজন সদস্যসহ অন্তত ১২০০ কয়েদি পালিয়ে যায়।
এসকেডি/এমএস