রোহিঙ্গাবিরোধী উগ্র বৌদ্ধ সন্ন্যাসীর জামিন নামঞ্জুর
মিয়ানমারের উগ্র বৌদ্ধ সন্ন্যাসীর জামিন না মঞ্জুর করা হয়েছে। গত বছর মার্কিন দূতাবাসের বাইরে রোহিঙ্গাবিরোধী বিক্ষোভে অস্থিরতা ছড়ানোর দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। খবর ইয়াহু।
মঙ্গলবার বৌদ্ধ মঠের প্রধান পারমুক্ষাকে আদালতে হাজির করা হয়। সে সময় তিনি সাধারণ পোশাক পরা ছিলেন। আমেরিকা সরকার রোহিঙ্গা শব্দটি ব্যবহার করায় ২০১৬ সালের এপ্রিলে মার্কিন দূতাবাসের বাইরে একটি বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিযুক্ত হয়েছিলেন ওই সন্ন্যাসী।
মিয়ানমার সরকার এবং দেশটির বৌদ্ধ জনগোষ্ঠী রোহিঙ্গা শব্দটি ব্যবহার করে না। তারা রোহিঙ্গাদের অবৈধ বাঙালী অভিবাসী বলে সম্বোধন করেন। কিন্তু আমেরিকা কেন রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছে তার জন্যই বিক্ষোভ করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরা।
ওই বৌদ্ধ সন্ন্যাসীকে আদালতে হাজির করার সময় তার ভক্তরা ইয়াংগুনের আদালত চত্ত্বরে হাজির হয়েছিলেন। আগামী ২১ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন আদালত।
আদালতকক্ষে এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে পারমুক্ষা বলেন, আমি শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করেছি।
টিটিএন/পিআর