৬ বছরের শিশু হলো কনিষ্ঠতম পাওয়ার পয়েন্ট স্পেশালিস্ট!
লন্ডনের ৬ বছরের শিশু মোহাম্মদ হামজা শেহজাদ বিশ্বের কনিষ্ঠতম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্পেশালিস্ট হিসেবে সনদ পেয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত শেহজাদ ১০০০ এর মধ্যে ৮৫০ নম্বর পেয়ে এ স্বীকৃতি বাগিয়ে নেয়।
এর আগে ২০১৩-তেই হামজা মাইক্রোসফট অফিসেও একই ঘটনা ঘটায়। বিশ্বে সবচেয়ে কমবয়সে ওই সনদেরও দাবিদার এই ক্ষুদে এক্সপার্টই।
লন্ডনের মাইক্রোসফট অফিসে এই পরীক্ষা দেয় হামজা। হামজার বাবা একজন আইটি পেশাজীবী।
এসআরজে