প্রেসিডেন্টের নামের ভুল উচ্চারণে সংবাদপাঠিকা বরখাস্ত


প্রকাশিত: ১০:৪১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের নামের ভুল উচ্চারণ করায় ভারতীয় দূরদর্শনের (ভারতের সরকারি সম্প্রচারকারী সংস্থা) এক সংবাদ পাঠিকা চাকরি হারিয়েছেন। খবর- দ্য হিন্দু

দ্য হিন্দু`র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সকাল ৬.১৫ এর একটি স্লটের খবরে তিনি চীনা প্রেসিডেন্টের নামের প্রথম অংশটি রোমান হরফের সঙ্গে গুলিয়ে ফেলে ভুল উচ্চারণ করেন। জিনপিংয়ের আগে xi-কে ভুল উচ্চারণ করে তিনি ইলেভেন জিনপিং বলেন! বিকালেই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রতিবেদন বলছে, ওই সংবাদপাঠিকা দূরদর্শনের ক্যাজুয়াল প্যানেলে ছিলেন। নিয়মিত যারা সংবাদ পড়েন, তাদের না পাওয়া গেলেই ক্যাজুয়াল তালিকায় থাকা সংবাদপাঠকদের ডাকা হয়। তাদের বেতনও দেওয়া হয় দৈনিক ভিত্তিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।