মাস্টার্স ১ম ও শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি


প্রকাশিত: ০২:২০ পিএম, ৩০ জুন ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্ব এবং ২০১৩ সালের মাস্টার্স ১মপর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় আগামী ৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nubd.info) এবং (www.nu.edu.bd) থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার এই প্রথম ইন্ট্রিগ্রেটেড সফটওয়্যারে ই-ফাইলিং মডিউলের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি দফতরের দুটি ফাইলে আর্থিক অনুমোদন করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন আইসিটি পরিচালক মো. মমিনুল ইসলাম, সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ সেশনে এমএএস, এম ফিল ও পিএইচ ডি  প্রোগ্রামে ভর্তিকৃত ও ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী/ গবেষকদের ওরিয়েন্টেশন আগামী ৫ জুলাই বেলা ১১টায় গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ভবনের সিনেট হল-এ অনুষ্ঠিত হবে।  সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও গবেষককে ওরিয়েন্টেশনে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
            
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।