জাপানে বুলেট ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত ২


প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩০ জুন ২০১৫

জাপানে শিনকানসেন নামে একটি চলন্ত বুলেট ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে আত্মহত্যার উদ্দেশ্যে এক যাত্রী চলন্ত ট্রেনের ভেতরে নিজের গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দিলে এ ঘটনা ঘটে। জাপানের রেলওয়ের এক মুখপাত্র একথা জানান।

মঙ্গলবার ট্রেনটি রাজধানী টোকিও থেকে ওসাকা যাচ্ছিল। রাজধানী থেকে ৭০ কিলোমিটার দূরে বেলা সাড়ে ১১টার দিকে ওদওয়ারা নগরী অতিক্রমকালে ট্রেনটিতে প্রথমে ধোঁয়া দেখা দেয়। ট্রেনটিতে এসময় ১ হাজার আরোহী ছিল। আগুনে ট্রেনের কয়েকটি কামরা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আরোহীদের কেউ ইমার্জেন্সি বাটনে চাপ দিলে ট্রেনটি থেমে যায়।



এ ঘটনায় আত্মহননকারী ওই যুবক ছাড়াও এক নারী যাত্রীর মৃত্যু হয়। এ সময় বড় ধরণের দুর্ঘটনা এড়াতে টোকিও-ওসাকা হাইস্পিড ট্রেন লাইন বন্ধ করে দেয়া হয়।

কর্তৃপক্ষ ওই যুবকের আত্মহত্যার কারণ জানতে পারেনি। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে।

ওদাওয়ারা দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘বুলেট ট্রেনটির একটি টয়লেটের কাছ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে আমরা খবর পেয়েছি।’

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জাপানের এই হাইস্পিড রুটে বুলেট ট্রেনগুলো ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলে। তবে জাপানের হাইস্পিড ট্রেন নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থা বলে স্বীকৃত। এ কার্যক্রম শুরুর পর থেকে বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো সেখানে বুলেট ট্রেনে কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।